আধার দপ্তরে নতুন কর্মী নিয়োগ, নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমে – UIDAI New Recruitment 2024

UIDAI New Recruitment 2024 – চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। নভেম্বর মাসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে নিয়োগ করা হবে ? এখানে কত বছর বয়সসীমা থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে ? নিয়োগ প্রক্রিয়া ? ইত্যাদি সমস্ত তথ্য জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া
পদের নাম ডেপুটি ডাইরেক্টর, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার
মোট শূন্যপদ নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম অফলাইন ‌
আবেদনের শেষ তারিখ২৪/১২/২০২৪

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ডেপুটি ডাইরেক্টর, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার

শুন্যপদ – ২টি।

শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট /কস্ট অ্যাকাউন্ট্যান্ট /এমবিএ / অ্যাকাউন্টস ক্যাডারের SAS /সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদন কারীদের কম্পিউটারাইজড অফিস পরিবেশে কাজ করার প্রাথমিক দক্ষতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন ৫৬,১০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকার মধ্যে ‌প্রদান করা হবে।

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? www.uidai.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি – এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এছাড়া আপনারা যদি চান এই প্রতিবেদনের নিচে যে ডাউনলোড করার বিজ্ঞপ্তি অপশন আছে সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করেও আপনারা দেখতে পারেন।

এরপরে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সমস্ত কিছু তথ্য সেখানে উল্লেখ করে নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সমস্ত তথ্য জানতে অবশ্যই আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন।

আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোন আবেদনমূল্য চাইলে নিজের দায়িত্বে জমা করতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি জাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।‌

আবেদন জমা দেওয়ার ঠিকানা – Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Matrivanam, Ameerpet Hyderabad- 500038

১) বয়স প্রমাণের শংসাপত্র (জন্ম সনদ/প্রবেশপত্র বা মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র)।
২) পরিচয়ের প্রমাণপত্র হিসাবে (ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড)।
৩) ম্যাট্রিকুলেশন থেকে শুরু করে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার জন্য সমস্ত মার্ক-শীট এবং সার্টিফিকেট।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট / পোস্ট যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র।
৫) দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনের শেষ তারিখ – ২৪/১২/২০২৪

Official WebsiteView Now
Official PDF LinkDownload

বি:দ্র: যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *